Sylhet Today 24 PRINT

শাবির সমাজবিজ্ঞান বিভাগের এলামনাই এসোসিয়েশনের ১ম কমিটি গঠিত

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এলামনাই এসোসিয়েশনের ১ম কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে আহ্বায়ক কমিটি সাধারণ সভা করে ৩০ সদস্যের এ কমিটি ঘোষণা করে।

কমিটিতে বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী রাশেদুল হককে সভাপতি ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আবেদুজ্জামান চৌধুরী (২য় ব্যাচ), জুনায়েদ হোসেন (৪র্থ ব্যাচ), সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান মাসুদ (৫ম ব্যাচ), আলী মুর্শেদ খান (৭ম ব্যাচ), আল আমীন রাব্বী (৮ম ব্যাচ),অর্থ সম্পাদক সোমেনা সুলতানা (৯ম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর মিয়া  (৯ম ব্যাচ), আল আমীন নোবেল (৯ম ব্যাচ), তানভীর আহমদ চৌধুরী (১০ম ব্যাচ),গবেষণা ও প্রচার সম্পাদক মো. মহসিন কবির (৭ম ব্যাচ), হুমায়ুন কবির (১১তম ব্যাচ), দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন রায়হান (১৬তম ব্যাচ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (১২তম ব্যাচ), সদস্য নাসির উদ্দিন ফারুক (১ম ব্যাচ), সাফায়েত হোসাইন আহমদ (১ম ব্যাচ), মো. আব্দুর রউফ (১ম ব্যাচ), মো. শওকত হোসেন শামীম (১ম ব্যাচ), আব্দুর রাজ্জাক (১ম ব্যাচ), আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু (২য় ব্যাচ), মো. ফারুক উদ্দিন (২য় ব্যাচ), এ এইচ এম বেলায়েত হোসেন (৩য় ব্যাচ), মো. খছরুজ্জামান চৌধুরী (৯ম ব্যাচ), মো. নুরুজ্জামান (৯ম ব্যাচ), সায়েদ আব্দুল্লাহ যীশু (১০ম ব্যাচ), মো. রফিউল রাজিব চৌধুরী আদিত্য (১০ম ব্যাচ), বিজন কুমার তালুকদার (১১তম ব্যাচ), আশিষ কুমার বনিক (১২ তম ব্যাচ), মো. সাইফ উদ্দিন দুরুদ (১৩তম ব্যাচ), মো. আব্দুল্লাহ আল মামুন (১৪তম ব্যাচ), সৈয়দা শাকেরা তুজ জোহরা(১৪তম ব্যাচ), মো. মাহবুব হাসান (১৬তম ব্যাচ)।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন, গ্রাজুয়েটদের ডাটাবেজ তৈরিসহ বিভিন্ন কাজ করা হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.