Sylhet Today 24 PRINT

বৈশাখ বরণে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাপক প্রস্তুতি

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৭

পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব। প্রাণে প্রাণ মেলানোর উৎসব। জীর্ণ পুরনোকে ভাসিয়ে দিয়ে নতুন করে যাত্রা শুরুর দিন। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবার উৎসবমুখর হয়ে উঠার দিন। বাংলা নববর্ষ ১৪২৪ বাংলা’ কে বরণ করতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে ব্যাপক প্রস্তুতি।

বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে রেজিস্ট্রার ভবনের সামনের মাঠে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিনের নেতৃত্বে বাংলা নববর্ষকে বরণের প্রস্তুতি পরিদর্শনে ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক জনাব তারেক উদ্দিন তাজ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, সেকশন অফিসার সুবিনয় আচার্য রাজু, অপু চক্রবর্তী ও সঞ্জয় রায়।

বাংলা নববর্ষ ১৪২৪ কে বরণের প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয় ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শামীমাবাদস্থ নিজস্ব ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা এবং দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাঠে থাকবে বৈশাখী উৎসবের আমেজ নিয়ে হরেক রকমের স্টল। মঙ্গল শোভাযাত্রাকে আকর্ষণীয় ও ব্যতিক্রমী করার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও  কর্মকর্তা কর্তৃক ইতিমধ্যেই বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ডালা, কোলা, মাথাল, পালকি, ঘোড়ার গাড়ি, লাঙ্গল-জোয়াল, পলো, কলসি, পাখি, ফেস্টুন, পাখা ইত্যাদি তৈরির কাজ শেষ পর্যায়ে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য যাবতীয় কাজের অগ্রগতি পরিদর্শন শেষে নববর্ষ উদযাপন কমিটির সকল সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.