Sylhet Today 24 PRINT

মঙ্গল শোভাযাত্রায় হাওরে ফসলহানির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০১৭

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় হাওরে ফসলহানির প্রতিবাদ জানিয়েছে থিয়েটার মুরারীচাঁদ। শুক্রবার সকাল ১০টায় এমসি কলেজ ক্যাম্পাসে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে কলেজ প্রশাসন।

এতে অংশ নিয়ে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় হাওরে অকাল বন্যায় ফসল হানির প্রতিবাদ জানানো হয়। মঙ্গল শোভাযাত্রায় থিয়েটারের কয়েকজন কর্মী ফসল হারানো কয়েকজন কৃষক সেজে একটি ঠেলাগাড়িতে চড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পূনবার্সনের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে ১৪০টি হাওরের ফসল তলিয়ে গেছে। এতে হাজার কোটি টাকার ফসলহানি ঘটেছে। ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন সুনামগঞ্জের কৃষকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.