Sylhet Today 24 PRINT

বর্ষবরণের সন্ধ্যায় শাবি ক্যাম্পাসে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৭

বর্ষবরণের সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ছিনতাইকারী ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত ইয়াসিন সরকার লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শাবির ভারপ্রাপ্ত প্রক্টর মুনশী নাসের ইবনে আফজাল।

ইয়াসিনের বন্ধু রিফাত শিকদার বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ক্যাম্পাসের বাইরে থেকে আগত চার বন্ধুকে নিয়ে বিকালে ইয়াসিন সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় ঘুরতে বের হন। সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে ফেরার পথে পাঁচ যুবক তাদের পথরোধ করে।

এক পর্যায়ে তারা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং ইয়াসিনের বান্ধবীকে ছুরিকাঘাতের চেষ্টা করলে ইয়াসিন তাতে বাধা দেয়। এ সময় ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন বলেন, আমরা ঘটনাটি জেনেছি। তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.