Sylhet Today 24 PRINT

মুজিবনগর দিবসে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৮ এপ্রিল, ২০১৭

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।

সোমবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। বাঙালি জাতির ইতিহাসে মুজিবনগর দিবসের তাৎপর্য বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার মেয়েরপুরের আম্রকাননে গঠিত মুজিবনগর সরকারের ভূমিকা অবিস্মরণীয়। সেই প্রেরণায় আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বস্তরে দেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখছেন।

লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মো. মুমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম আলী আক্কাস ও আর্কিটেক্চার বিভাগের উপদেষ্টা প্রফেসর চৌধুরী মোস্তাক আহমেদ।

এতে আরও বক্তব্য দেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রুম্পা শারমিন ও শিক্ষার্থী তানভীর আহমেদ তরফদার। লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজী মো. জাহিদ হাসানের উপস্থাপনায় এতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, পরিচালক আইকিউএসি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.