Sylhet Today 24 PRINT

রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

রাবি প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০১৭

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল। বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা প্যানেলকে হারিয়ে ১৫ সদস্য বিশিষ্ট এই কার্যকর পরিষদ কমিটির সবকয়টিতে জয় পেয়েছে তারা।

নির্বাচনে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ৫৩৯ ভোট পেয়ে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. রুহুল আমীন ৪৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. দীলিপ কুমার মন্ডল এই ফলাফল ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইনস্টিডিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মো. আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের মো. ফারুক শাহ।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন- মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সঞ্জীব কুমার সাহা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মমতাজ পারভীন (মাধবী), ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মো. খাইরুল ইসলাম, গণিত বিভাগের মো. লুৎফর রহমান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম (রয়েল), ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জেসমীন সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের মো. নুরে আলম সিদ্দিকী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম (রাজিব), দর্শন বিভাগের মো. জাহিদুল ইসলাম ও ইসলামিক স্টাডিজ বিভাগের আবুল বাশার মোহাম্মদ সারোয়ার আলম।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১৪৩ জন ভোটারের মধ্যে ৯৭৪ জন তাদের ভোট প্রয়োগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.