Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৭

৩৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকদের জন্যে প্রস্তুতির রূপরেখা নিয়ে আগামী শনিবার (২২ এপ্রিল) 'রোড টু বিসিএস' শীর্ষক সেমিনার আয়োজন করছে এনইইউবি ক্যারিয়ার ক্লাব।

শনিবার বিকেল তিনটা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে থাকছে, বিসিএস পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি, বিসিএস প্রিলিমিনারির সিলেবাস, বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মো. আব্দুল হক, সহকারী কমিশনার (ভূমি), বিশ্বনাথ উপজেলা (৩০তম বিসিএস) ও মো. রফিকুল ইসলাম, সিনিয়র এসপি, সিলেট মেট্রোপলিটন পুলিশ (৩১তম বিসিএস)।

প্রধান বক্তা হিসেবে থাকবেন এনইইউবি'র (৩৫ বিসিএস-শিক্ষা) ইংরেজি বিভাগের প্রভাষক নোমান আহমেদ। অন্যান্য আলোচকবৃন্দ হলেন, মো. আব্দুল হোসাইন, সিনিয়র কর্মকর্তা, রুপালি ব্যাংক ও
কবির আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সুরতুন্নেসা গার্লস কলেজ।

সেমিনারের নিবন্ধন ফি ধরা হয়েছে ১০০টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.