Sylhet Today 24 PRINT

পাঁচ দফা দাবিতে রাবি প্রগতিশীল ছাত্রজোটের সংবাদ সম্মেলন

রাবি প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০১৭

সংবাদপত্র পাঠক ফোরামকে জমি বরাদ্দ দেওয়া বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান স্পষ্ট করার দাবিসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট।

শনিবার (২২এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের পেছনে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও রাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ।

লিখিত বক্তব্যে গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতি-অনিয়মের অভিযোগগুলোর বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রদান, নাইট শিফট (সান্ধ্যকালীন) কোর্স বাতিল, আলোচিত ২ ফেব্রুয়ারির ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহার, অবিলম্বে রাকসু নির্বাচনের দেওয়া এবং চারটি বিজ্ঞান ভবনের নাম বাংলাদেশি বিজ্ঞানীদের নামে নামকরণের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে আসিফ বলেন, দেশের এই দ্বিতীয় বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এক মাসের অধিক সময় ধরে ভিসি-প্রোভিসি পদ শূন্য রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তাহলে কি সরকারের কাছে এই বিশ্ববিদ্যালয় মূল্যহীন, নাকি এখানে ওই পদে নিয়োগ পেতে যোগ্য ব্যক্তি নেই?

জমি বরাদ্দ বিষয়ে তিনি বলেন, আসলে পাঠক ফোরামকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে কিনা, আর দেওয়া হলে কোন ক্ষমতাবলে দেওয়া হলো তা দ্রুত স্পষ্ট করতে হবে।

এ দাবিগুলোর প্রতি সমর্থন জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল, সদস্য আলী সম্প্রীতি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.