Sylhet Today 24 PRINT

রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে আর বাধা নেই

রাবি প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ শূন্য পদে শিক্ষক নিয়োগে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে আদালত। বিচারপতি নাইমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

সোমবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিভাগের সভাপতি অধ্যাপক জিন্নাত আরা বেগম।

এর আগে গত ২৪ জানুয়ারি নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়ে ‘নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল করা হবে না’ এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দেন একই বেঞ্চ। এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্ল্যানিং কমিটির চার শিক্ষক আদালতে রিট আবেদন দাখিল করলে আদালত এ নির্দেশ দেন।

এ বিষয়ে জিন্নাত আরা বেগম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে গৃহীত নিয়োগ পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে বিভাগের প্ল্যানিং কমিটির চার সদস্যের পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ নির্দেশ দিয়েছেন। ১০ এপ্রিল পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত রুলটি ডিসচার্জ করে দেন। এখন শূন্য পদে শিক্ষক নিয়োগে কোনো বাধা রইল না।’

রিট আবেদনকারী চার শিক্ষকের মধ্যে একজন ড. মো. জাফর সাদিক। তিনি বলেন, ‘আদালত যে সিদ্ধান্ত দিয়েছে সেখানে তো আর কোন কথা থাকতে পারে না। এখন বিশ্ববিদ্যালয়ে ভিসি- প্রোভিসি নেই, তারা আসলে পরবর্তীতে কী করবো না করবো, সেটা তখন সিদ্ধান্ত নেব।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.