Sylhet Today 24 PRINT

রাবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রাবি প্রতিনিধি |  ০৩ মে, ২০১৭

‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে।

বুধবার (৩ মে) বেলা ১২টায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালি করে রাবি রিপোর্টার্স ইউনিটির (রুরু) সদস্যরা।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, কোষাধ্যক্ষ শিহাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মুন্না, দফতর সম্পাদক মর্তুজা নুর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাইসা জান্নাত, ক্রীড়া সম্পাদক খায়রুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধরা মাধুরীসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.