Sylhet Today 24 PRINT

শাবিতে সেন্টার অব এক্সেলেন্স এর সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৮ মে, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্টার অব এক্সেলেন্স কর্তৃক আয়োজিত সায়েন্টিফিক সেমিনার সিরিজ-০৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) সকাল ১১টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেন্টার অব এক্সেলেন্সের সহকারী প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টার অব এক্সেলেন্স এর পরিচালক প্রফেসর ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সেন্টার অব এক্সেলেন্স এর সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক  ড. আব্দুল হান্নান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার (পিএমই)।

টেকনিক্যাল সেশনে "এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন অন দ্য স্ট্রেংথ অব কনক্রিট বীম হ্যাভিং বামবুসা ব্যালকোয়া এস রেইনফর্সমেন্ট" সম্পর্কে পেপার প্রেজেন্টেশন করেন সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিইই) সহকারী অধ্যাপক ড. এইচ এম এ মাহজুজ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম, আই এম এল এর পরিচালক প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোস্তাক আহমদ, একই বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামসহ অনেক শিক্ষার্থী।

প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.