Sylhet Today 24 PRINT

সারাদেশে অব্যাহত গুম, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি |  ১৩ মে, ২০১৭

সারাদেশে অব্যাহত গুম, হত্যাকাণ্ড ও রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

শনিবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন প্রধান তারেক বলেন, ‘আমাদের রাষ্ট্র, পুঁজিবাদী সমাজ নারীকে কিভাবে দেখছে। আমাদের বিজ্ঞাপন, নাটক সিনেমায় সর্বত্র নারীকে একধরণের পণ্য স্তরে নামিয়ে রেখেছে। সমাজে পণ্যগ্রাফির বিস্তারের মাধ্যমে নারীকে ভোগ্যপণ্যে পরিণত করেছে। তাই দেখা যাচ্ছে, নারীর ধর্ষণের সঙ্গে তাঁর পোশাক কোনো বিষয়ই না।’

তিনি আরো বলেন, ‘এখন আমরা দেখছি তিন বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ পর্যন্ত ধর্ষিত হচ্ছে। এরকম প্রতিটি ধর্ষণের ঘটনার পরই মৌলবাদী গোষ্ঠী বলে থাকে, নারীদের পোশাকের কারণেই তারা ধর্ষিত হচ্ছে। তাদের ঘরের মধ্যে বন্দি থাকতে বলছে। কোনভাবেই তাদের এ সমস্ত বক্তব্য সমর্থনযোগ্য নয়। ধর্ষণের ঘটনা যখন ঘটলে রাষ্ট্রের উচিত জড়িতদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কনি ইসলাম বলেন, ‘ধর্ষণের মতো একটা নিকৃষ্ট কাজও এখন সচরাচর ঘটে যাচ্ছে। দেশে প্রতিনিয়ত ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আর এর নানা রকম কারণ রয়েছে। ধর্ষকের পিছনে একটা শক্তি আছে আর এটা জেনেই ধর্ষক ধর্ষণ করছে। যে ধর্ষিত হচ্ছে সে হয়তো পুলিশের কাছে যাবে না কিংবা গেলেও বিচার পাবে না। বিচারহীনতার সংস্কৃতি কারণেই একজন ধর্ষক ধর্ষণ করার সাহস বারবার পাচ্ছে। আর এই ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেয়া হচ্ছে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর বলেন, ‘সারা দেশব্যাপী ধর্ষণের মতো জঘন্য ঘটনার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি। যারা এই জঘন্য অপরাধ করেছে এবং যারা অপরাধীদের সাহায্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সাথে যে পুলিশ বাহিনী ও ক্ষমতাসীন বিভিন্ন নেতৃত্ববৃন্দ অর্থের বিনিময়ে এ বিচারকার্যকে ব্যাহত করার জন্য যে বিলম্ব করেছে তাদেরও বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা মিতুল ইভার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাবাসসির হক, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদ রিমন প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.