Sylhet Today 24 PRINT

শাবির গণিত বিভাগে মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান

শাবি প্রতিনিধি |  ২১ মে, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি’র গ্যালারিতে এ পদক প্রদান সম্পন্ন হয়।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আহমেদ কবির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া এএফ রহমান ফাউন্ডেশনের প্রশংসা করে ভবিষ্যতেও গণিতের কাজে তারা এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে বিভাগের ৩ শিক্ষার্থীকে এ বছর স্বর্ণপদক প্রদান করা হয়। তারা হলেন, মো: সাদিকুর রহমান (বিএসসিতে ১ম), ফেরদৌস আরা বেগম(এমএস থিসিস ১ম) এবং সুস্মিতা পুরকায়স্থ (এমএস জেনারেল-১ম)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.