Sylhet Today 24 PRINT

সাংবাদিক মারধরের ঘটনায় রাবি ছাত্রলীগের ৪ নেতার আগাম জামিন

রাবি প্রতিনিধি |  ২১ জুলাই, ২০১৭

গত ১০ জুলাই ছাত্রলীগের হামলায় আহত দ্য ডেইলি স্টারের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত দ্য ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রহমানকে ‘হত্যাচেষ্টা’ মামলার আসামী ছাত্রলীগের চার নেতা আগাম জামিন পেয়েছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল আদালতে আসামীরা জামিন আবেদন করলে জামিন মঞ্জুর করে বিজ্ঞ আদালত। আজ (শুক্রবার) সন্ধ্যায় এ বিষয়ে একটি চিঠি থানায় এসেছে। আমি সেটা গ্রহণ করেছি।

গত ১০ জুলাই বাস ভাঙচুরের ছবি তোলায় আরাফাতের ওপর হামলা করে রাবি ছাত্রলীগের ৭-১৬ জন নেতা। ওই দিন রাতে আরাফাত বাদী হয়ে রাবি ছাত্রলীগের তথ্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, সহ সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক হাসান লাবণ ও আইন বিষয়ক সম্পাদক সাইফুল বিজয়সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামী করে মতিহার থানায় ‘হত্যাচেষ্টা’ মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.