Sylhet Today 24 PRINT

দাবি আদায়ে রাবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

রাবি প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ভোগান্তি দূর করার লক্ষ্যে আন্দোলনের অংশ হিসেবে এবার স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। উপাচার্য অসুস্থ থাকায় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে অযৌক্তিকভাবে বাসের ট্রিপ কমিয়ে আনা হয়েছে। যারা দূর থেকে যাতায়াত করে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া ডাইনিংয়ে খাবার মূল্য বৃদ্ধির পরও খাবারের মান বাড়ানো হয়নি। ফলে আমাদের বেশি টাকা দিয়ে নিম্নমানের খাবার খেতে হচ্ছে।

শিক্ষার্থীরা আরো বলেন, নতুন সূচি অনুযায়ী সপ্তাহে দুইদিন গ্রন্থাগার বন্ধ রাখার ফলে আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে।

স্মারকলিপি গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান এবং ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল মিঠু এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোস্তাফিজুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.