Sylhet Today 24 PRINT

৬ দিন খোলা থাকবে রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

রাবি প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের দাবির মুখে কেন্দ্রীয় গ্রন্থাগারের সময়সূচি পরিবর্তন করেছে গ্রন্থাগার প্রশাসক। এখন থেকে সপ্তাহের ৬ দিন খোলা থাকবে গ্রন্থাগার।

শুক্রবার (২৮ জুলাই) প্রশাসক অধ্যাপক সুভাষ চন্দ্র শীল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা এবং আগামী ৫ আগস্ট থেকে প্রতি শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গ্রন্থাগারের ডিসকাশন রুমসহ সকল পাঠকক্ষ খোলা থাকবে।

গ্রন্থাগারের নতুন সূচির ব্যাপারে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী জানান, গ্রন্থাগারের সময়সূচি পরিবর্তনে আমরা খুশি। তবে আমাদের অন্য তিনটি দাবির ব্যাপারে প্রশাসন এখনও কোনো পদক্ষেপ নেয়নি। অন্য দাবিগুলো না মানলে আমরা আবার আন্দোলনে নামবো।

এর আগে বাসের ট্রিপ সংখ্যা বৃদ্ধি, সপ্তাহে সাতদিন কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখাসহ চার দাবিতে মানববন্ধন ও উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.