Sylhet Today 24 PRINT

শাবিতে প্রাণবৈচিত্র সংরক্ষণ বিষয়ক মতবিনিময়

শাবি প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৭

আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য রক্ষার সনদ ‘কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি (সিবিডি)’- এর ইয়ুথ আর্ম ‘গ্লোবাল ইয়ুথ বায়োডাইভার্সিটি নেটওয়ার্ক (জিওয়াইবিএন)’ এর বাংলাদেশ চ্যাপ্টার বিওয়াইবিএন গঠনের লক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটেও তরুণদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৪ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ইউনিভার্সিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে জিওয়াইবিএন, সিলেট।

বিওয়াইবিএনের আহ্বায়ক কমিটির সদস্য ফাহমিদা খালিক নিতুর পরিচালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অংশগ্রহণকারীরা এসময় নিজেদের পূর্ব অভিজ্ঞতা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতে প্রাণবৈচিত্র সংরক্ষণে জিওয়াইবিএনের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবীনদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্যে ফাহমিদা খালিক নিতু জানান, দেশব্যাপী মতবিনিময় সভার মাধ্যমে আগ্রহী তরুণদেরকে সংগঠনের সদস্যপদ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে, যারা আগামী দিনে বাংলাদেশে প্রাণবৈচিত্র সংরক্ষণ আন্দোলনের নেতৃত্ব দিবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.