Sylhet Today 24 PRINT

রাবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল

রাবি প্রতিনিধি  |  ১৭ আগস্ট, ২০১৭

কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

২০০৫ সালে দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা ও মঙ্গলবার (১৫ অগাস্ট) জাতীয় শোক দিবসে হামলার পরিকল্পনার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি হাবিবুল্লাহ নিক্সন, মাহফুজ আল আমিন, সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সাদ্দাম হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ, সাবরুন জামিল সুস্ময়, দপ্তর সম্পাদক আবুল বাশারসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ অগাস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকীর দিন সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি ভবন থেকে ৩০০ মিটার দূরে এক ভবনে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যরা।

হোটেল ওলিও ইন্টারন্যাশনালের চতুর্থ তলায় ধ্বংসস্তুপের মধ্যে একজনের লাশ পাওয়া যায়। অভিযান শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানান, জাতীয় শোক দিবসে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল জঙ্গিরা।

আর ২০০৫ সালে দেশের ৬৩ জেলার একযোগে বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.