Sylhet Today 24 PRINT

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষের সামনে থেকে ‘ককটেল সদৃশ বস্তু’ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রলীগ নেতার কক্ষের সামনে থেকে একটি ‘ককটেল সদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের ২০৫ নম্বর কক্ষের সামনে থেকে এটা উদ্ধার করা হয়।

২০৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ও রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক বলেন, ‘সকাল ৯টার দিকে আমার কক্ষের সামনে ককটেল সদৃশ বস্তু দেখতে পাই। তাৎক্ষণিক বিষয়টি হল প্রশাসন ও রাবি ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদককে জানায়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।’

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘সকালে শিক্ষার্থীদের মাধ্যমে আমরা জানতে পারি দ্বিতীয় তলায় ককটেল সদৃশ একটি বস্তু পড়ে রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশকে জানায়। পরে পুলিশ বস্তুটি উদ্ধার করে। তবে সেটি ককটেল কিনা এখনো নিশ্চিত করে বলে নি পুলিশ।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘সকাল সাড়ে ১০টায় ওই হল থেকে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। সেটি ককটেল কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সেটি ককটেল নয় বলেই মনে হচ্ছে।’

এর একদিন আগে শনিবার একটি ফেসবুক আইডি থেকে রাবি শাখা ছাত্রলীগের ১৫ নেতাকে হুমকি দেয়া হয়। এটি ছাত্রশিবিরের কাজ বলে দাবি করেন ছাত্রলীগের নেতারা। এই ১৫ নেতার মধ্যে সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্কও ছিলেন। তার পরের দিনই ঘটলো এমন ঘটনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.