Sylhet Today 24 PRINT

এমসি ও সরকারী কলেজে দশ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিক্ষামন্ত্রী

সোহেল আহমদ, এমসি কলেজ |  ২৬ আগস্ট, ২০১৭

সিলেট এমসি ও সরকারী কলেজের দশ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার দুপুর ২টায় এমসি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করার মাধ্যমে এমসি ও সরকারী কলেজের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর কার্যক্রম শুরু করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর এমসি কলেজ ক্যাম্পাসের পুকুরের উত্তর পাশে সাড়ে তের কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ, শিক্ষা মন্ত্রনালয়ের প্রধান প্রকৌশলৌ দেওয়ান মোহাম্মদ হানজালা, এমসি কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, সিলেট শিক্ষা বোর্ড কর্মকর্তা গোলম কিবরিয়া তফাদার, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগ সেক্রেটারী শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

বিকাল ৩টায় সিলেট সরকারী কলেজে দশ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে কলেজ অডিটোরিয়ামের শোকসভায় অংশ নেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী সরকারী কলেজে অাধুনিক দশ তলা একাডেমিক ভবন নির্মাণ, অডিটোরিয়াম ও ছাত্রাবাস সংস্কারে উন্নয়ন কাজে ১৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের কথা ঘোষণা দেন। সিলেট সরকারী কলেজে পাঁচটি বিষয়ে অনার্স চালুর অানুষ্ঠানিক ঘোষনা দেন শিক্ষামন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.