Sylhet Today 24 PRINT

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই ফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১০৫টি কেন্দ্রে ১৩০টি কলেজের ১ লাখ ২৮ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাসের হার ৭৭.২৪%।

এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৯ হাজার ১৩৪ জন। এবারের পরীক্ষায় মোট পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ।

প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bdwww.nubd.info থেকে পাওয়া যাবে।

এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে SMS এর মাধ্যমে numf Roll লিখে 16222 নম্বরে Send করে ফল জানা যাবে।

উল্লেখ্য, এবারই প্রথম নতুন সিলেবাসে গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.