Sylhet Today 24 PRINT

সোমবার থেকে কুয়েটে অনলাইনে ভর্তির আবেদন শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৭

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামীকাল সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে।

প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং,বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তির এ আবেদন সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২০ সেপ্টেম্বর বুধবার রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

আগামী ২০ অক্টোবর শুক্রবার ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ‘এ’,‘টি’ অথবা ‘পি’ চিহ্নিত আবেদনপত্র জমা নেওয়া হবে এবং ওইদিন বিকাল ৫টার মধ্যে টাকা জমা দিতে হবে।

আগামী ৮ অক্টোবর রবিবার বিকাল ৫ টায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়,ভর্তি সংক্রান্ত সব তথ্যাবলী www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে [email protected] তে ই-মেইল করা যেতে পারে। খবর বাসস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.