Sylhet Today 24 PRINT

বেলটা’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা লিডিং ইউনিভার্সিটিতে

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৭

বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এসোসিয়েশন (BELTA) ও লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুরমা টাওয়ার ক্যাম্পাস হল রুমে “New Teachniques for a Classic Pedagogy: English Teaching in the 21st Century” শীর্ষক BELTA এর সিলেট পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত কর্মশালায় খ্যাতিমান আন্তর্জাতিক প্রশিক্ষক জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. প্যাট্রিক ডগহার্টি, জাপানের মিয়াজাকি ইন্টারন্যাশনাল কলেজের ড. অ্যান ম্যাকলিলান হওয়ার্ড এবং জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়া শিনোজাকি ডগহার্টি।

উক্ত কর্মশালায় সকল বিদ্যালয়, মাদ্রাসা, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজী ভাষার শিক্ষকবৃন্দ ও শিক্ষাব্রতীগণ অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেক অংশগ্রহনকারীকে ঢাকাস্থ American Center U.S Embassy এর সহাযোগীতায়  সনদ প্রদান করা হবে। কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করছে THT (Teachers Helping Teachers).

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.