Sylhet Today 24 PRINT

শাবির ছাত্রী নির্যাতনকারী সেই ছাত্রকে গ্রেফতার

শাবি প্রতিনিধি |  ২৬ মে, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ২০০৮-০৯ শিক্ষা বর্ষের ছাত্র রিফাত আদনান পাপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সোয়া ৬টার দিকে শাবি ক্যাম্পান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে পাপনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন শাবির নির্যাতিত সেই ছাত্রী। এমন সময় রিফাত আদনান পাপন এসে মেয়েটিকে তার সঙ্গে যেতে বলেন। কিন্তু ডাকে সাড়া না দেয়ায় পাপন এক পর্যায়ে জুতা দিয়ে পিটিয়ে তাকে আহত করেন।

এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রিফাত আদনান পাপনকে আগামী ২ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল প্রক্টরিয়াল কমিটি।

মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে ছাত্রী লাঞ্ছনার কথা স্বীকার করে পাপন দাবি করেন, তার সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.