Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের ’নবরূপে বাংলা’ সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

শনিবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের  বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাব আয়োজন করে ’নবরূপে বাংলা’ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত 'নবরূপে বাংলা' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শোভাবর্ধক হিসেবে আসন অলংকৃত করেন একুশে পদক প্রাপ্ত সিলেটের প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাস এবং তার সহযোগী যন্ত্রশিল্পীবৃন্দ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ইউনিভার্সিটির দুটি ব্যান্ড অরফিয়াস এবং ব্যান্ড কমিউনিটি বিভিন্ন ব্যান্ড সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন কালচারাল ক্লাবের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার চৌধুরী তাবাসসুম শাকিলা।

উক্ত অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, ক্লাব উপদেষ্টা, ছাত্র-ছাত্রী, ক্লাব সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.