Sylhet Today 24 PRINT

রাবিতে চতুর্থ ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু শুক্রবার

রাবি প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হতে যাচ্ছে শুক্রবার (৬ অক্টোবর)। দেশ ও বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের তিন শতাধিক শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেবেন।

চার দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিস্যাব মানের আন্ডার সেক্রেটারি জেনারেল কাজী সালেহ উদ্দিন মুহাম্মাদ শোভন।

মুহাম্মদ শোভন লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নাটোর এক আসনের সাংসদ মো. আবুল কালাম। অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান, উপ- উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, ইউএনআইসি ঢাকার অফিসার ইন চার্জ মো. মনিরুজ্জামান।

সম্মেলনগুলো বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসহ ৮টি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা ৮টি ভিন্ন ভিন্ন কমিটিতে নির্দিষ্ট এজেন্ডা আলোকে আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবেন।

তিনি বলেন, ৯ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজশাহী দুই আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী পাঁচ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিস্যাব’র সভাপতি মুহাম্মদ মামুন মিয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিস্যাব মান ২০১৭ এর ডিরেক্টর জেনারেল মো. নাঈম রহমান, আন্ডার সেক্রেটারি জেনারেল অব ব্রান্ডিং এন্ড ডকুমেন্টশেন মৌসুমি কবির, আন্ডার সেক্রেটারি জেনারেল অব ডেলিগেট রিলেশন আ.ম.মোহাইমিনুর জোয়ারদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.