Sylhet Today 24 PRINT

শাবিতে ক্যারিয়ার ক্লাবের বিসিএস মডেল টেস্ট সমাপ্ত

শাবি প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’-এর আয়োজনে বিসিএস বিষয়ক মাসব্যাপী প্রোগ্রাম শেষ হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) চূড়ান্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। এরআগে গত ১৬ ও ২২ সেপ্টেম্বর বিসিএসের উপর দুইটি মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত মডেল টেস্ট শেষে বিসিএসের উপর ঘণ্টাব্যাপী এক সেশন অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি স্বপন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপ্নিল দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিসিএস নিয়ে আলোকপাত করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইউএনও আবুল লাইছ, সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রফিকুল ইসলাম, বড়লেখা উপজেলার সহকারী ভূমি কমিশনার শরীফ উদ্দিন।

বক্তারা শিক্ষার্থীদের দেশসেবার ব্রত নিয়ে বিসিএসের প্রস্তুতি নিতে পরামর্শ দেন।

মডেল টেস্টের প্রশ্ন প্রণয়নকারী হিসেবে ছিলেন ‘এথেন্স’-এর বাংলাদেশ এম্বেসির ফার্স্ট সেক্রেটারি সুজন দেবনাথ, ৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডার মো. গিয়াস উদ্দিন, ৩৫ তম বিসিএস শিক্ষা ক্যাডার নিরুপম চৌধুরী ও মো. জহিরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.