Sylhet Today 24 PRINT

এমসি কলেজে সাংস্কৃতিক সংগঠনের মহড়াকক্ষ ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

এমসি কলেজ প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৭

ঐতিহ্যবাহী এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা'র মহড়া কক্ষ ভাঙচুরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি'কে প্রধান করে গঠিত এ কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের মহড়া কক্ষের দেয়ালের দরজা-জানালার পাশের অন্তত দশটি জায়গায় ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরদিন বুধবার কলেজ অধ্যক্ষের অনুপস্থিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জির নিকট মৌখিক অভিযোগ দেন সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

এরপর বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ঢাকা থেকে ফিরলে দুই সংগঠনের নেতৃবৃন্দ লিখিত অভিযোগ দেন। এ সময় কলেজের অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ভাঙচুরের ঘটনায় ক্ষোভ জানিয়ে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.