Sylhet Today 24 PRINT

রাবিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাবি প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর আয়োজনে প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।  

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট’র মহাপরিচালক মো. শাহ আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। আমরা যে পেশাই থাকি না কেন সবকিছুর আগে আমরা মানুষ। সব পেশায় ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। তবে কতিপয় মানুষের জন্য পেশাটি খারাপ ভাবা হয়।”

“হলুদ সাংবাদিকতাকে আমি বলি জন্ডিস সাংবাদিকতা। আমার সমাজ, দেশ, জাতির কাছে আমি কখন দায়বদ্ধ, যখন আমি নিজের কাছে দায়বদ্ধ। সাংবাদিকতা পেশা সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা। পানামা পেপার পাবলিশ করা সেই সাংবাদিককে মেরে ফেলা হয়েছে। তাই সাংবাদিকতা ছেড়ে যাবে? না, ছেড়ে যাবে না।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক।

২১ অক্টোবর কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.