Sylhet Today 24 PRINT

এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্ট শুরু

এমসি কলেজ প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৭

ঐতিহ্যবাহী এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ছয়টি দল নিয়ে শুরু হয়েছে আন্ত:বর্ষ ফুটবল টুর্নামেন্ট'১৭।

আজ শনিবার(২৮অক্টোবর) সকাল ৯ টায় কলেজ ছাত্রাবাস মাঠে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় জন লক ভ্যানগার্ড ও সক্রেটিস উইসডম।

প্রথমদিনে অনুষ্ঠিত হওয়া তিনটি খেলার প্রথমটিতে ১৩-১৪ সেশনের শোভন দাস রনির হ্যাট্রিকের বদৌলতে ১৬-১৭সেশনের পুরাতন প্রথম বর্ষ সক্রেটিস উইসডমের বিপক্ষ ৩-০ গোলে সহজ জয় পায় জন লক ভ্যানগার্ড।

দিনের দ্বিতীয় ম্যাচে প্লেটো একাডেমিয়ান ও এরিস্টটল লাইসিয়ামের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ১৪-১৫ স্নাতক শিক্ষাবর্ষের প্লেটো একাডেমিয়ানের পক্ষে প্রণব ও ১৫-১৬ সেশনের এরিস্টটল লাইসিয়ামের হয়ে কাওছার একটি করে গোল করেন।

বিকেলে দিনের শেষ খেলায় ১৪-১৫ সেশনের মাস্টার্স শেষ পর্ব ম্যাক্স ওয়েভার ব্যুরোক্র্যাটসের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলার ম্যাচে ৫-৩ গোলে জয় পায় সক্রেটিস উইসডম।

ছয় দলের এ খেলায় অন্য আরেকটি দল হলো ২০১২-১৩ সেশনের পুরাতন চতুর্থ বর্ষ ম্যাকিয়াভেলী সোলজার্সের।

দুই সেমিফাইনাল জয়ী নিয়ে আগামী মঙ্গলবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় কলেজ ছাত্রাবাস মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খেলা পরিচালনা কমিটির শিক্ষার্থী প্রতিনিধি জমির হোসাইন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফুটবল টুর্নামেন্টের মধ্যকার খেলা দেখতে এসময় মাঠে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আকতার চৌধুরী, সহকারী অধ্যাপক জামাল উদ্দিন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.