Sylhet Today 24 PRINT

এমসি কলেজের নতুন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুছ

এমসি কলেজ প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৮

সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন প্রফেসর আব্দুল কুদ্দুছ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে এমসি কলেজ উপাধ্যক্ষের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আ.আ.ম রিয়াজসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়া প্রফেসর আব্দুল কুদ্দুছকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শিক্ষক পরিষদ ও রোভার স্কাউট সদস্যরা।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেয়া এ অধ্যাপক বিভিন্ন সময়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

সপ্তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ শিক্ষক ১৯৮৮ সালে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রফেসর আব্দুল কুদ্দুছের গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

উল্লেখ্য, এমসি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মুহা হায়াতুল ইসলাম আকঞ্জি ২০১৭ সালের ১৮ ডিসেম্বর সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে বদলির আদেশে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.