Sylhet Today 24 PRINT

স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবীতে সিকৃবি শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৫

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

কর্মসূচী চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে। সোমবার (৮জুন) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক সমিতির ব্যানারে দু’ঘণ্টার অবস্থান ধর্মঘট শুরু হয়। এসময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূর হোসেন মিঞা, সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডুসহ অন্যান্যরা।

সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূর হোসেন মিঞা বলেন, "সারা বিশ্বে যখন শিক্ষকরা সর্বোচ্চ বেতন ভাতা সুবিধা পাচ্ছেন, এমনকি পাশের দেশ ভারতেও যেখানে শিক্ষকদের প্রথম শ্রেণীর বেতন ভাতার সুবিধা দেয়া হচ্ছে সেখানে আমাদের দেশে শিক্ষকরা চরম অবহেলিত, দেয়া হয় না নূন্যতম জীবন ধারন করার মত কোন বেতন"

বক্তারা  চলতি মাসের মধ্যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.