Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

ওয়ালটন-মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ (এমপিএল) এর নবম আসরের প্রথম রাউন্ড সম্পন্ন হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) লিগের তৃতীয় ও প্রথম রাউন্ডের শেষ দিনে আরো পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এসব ম্যাচ অনুষ্ঠিত হয়। নক আউট পদ্ধতির এ লিগের কো-স্পন্সর মোবাইল ফোন কোম্পানি ভিভো।

দিনের প্রথম ম্যাচে সিএইস ৪৪তম ব্যাচ ৪ উইকেটে হারায় এলএলবি ৩৪তম ব্যাচকে। পরের ম্যাচগুলোতে সিএসই ৩৭তম ব্যাচ ২২ রানে ইংরেজি ৪০তম ব্যাচকে, বিবিএ ৩২তম ব্যাচ ৬ উইকেটে ইংরেজি ৩৪তম ব্যাচকে, বিবিএ ৩৮তম ব্যাচ ১২ রানে সিএসই ৪২তম ব্যাচকে এবং সিএসই ৩৮তম ব্যাচ ৪ উইকেটে সিএসই ৩৫তম ব্যাচকে হারায়। এ সকল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন যথাক্রমে সাজিদুর, শাফি, সামি, আশরাফ ও রাফাত।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ভিভো’র শীর্ষ কর্মকর্তা ফ্লোরা, হেড অব অ্যাডমিন লিয়ানি, মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবেক জাতীয় ক্রিকেটার রাজিন সালেহ প্রমুখ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ও শনিবার (১০ ফেব্রুয়ারি) দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সোমবার (৫ ফেব্রুয়ারি) মাঠে গড়ায় এমপিএল। উদ্বোধনী ও দ্বিতীয় দিনে পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.