Sylhet Today 24 PRINT

সৈয়দ মনজুরুলকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

এ বছর ভাষা ও সাহিত্যে একুশে পদকের জন্য সৈয়দ মনজুরুল ইসলামকে মনোনীত করেছে সংস্কৃত মন্ত্রণালয়।

তাঁর এই অনন্য অর্জনের জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাঁকে অভিনন্দন জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য।

শুক্রবার মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের পক্ষে এই অভিনন্দন জ্ঞাপন করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

তিনি বলেন, ‘বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় আমরা আনন্দিত। তাঁর এই অসামান্য অর্জন আমাদেরকে গর্বিত করেছে।’ সৈয়দ মনজুরুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ড. তৌফিক রহমান চৌধুরী।

সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালে সিলেট শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সৈয়দ আমীরুল ইসলাম, মা রাবেয়া খাতুন। ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন সৈয়দ মনজুরুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.