Sylhet Today 24 PRINT

রাবিতে ‘প্রেমের দাবিতে’ বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেমবঞ্চিত সংঘের আয়োজনে প্রেমের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সে স্থানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন তারা।

সমাবেশে তারা অভিযোগ করে বলেন, ‘কিছু তরুণ-তরুণী ও যুবক-যুবতীরা একই সঙ্গে তিন-চারটি প্রেমের সম্পর্ক করছেন। মেয়েদেরকে ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে ধোঁকা দিচ্ছেন। তবুও মেয়েরা বুঝতে পারছে না। কিন্তু সত্যিকার প্রেমিক হিসেবে আমরা পছন্দের মেয়েদেরকে প্রেমের পয়গাম নিয়ে গেলে কোনো কিছু না ভেবে, না বুঝেই মেয়েরা প্রত্যাখ্যান করে দিচ্ছে।’

তারা আরও অভিযোগ করেন, ‘পারিবারিক অস্বচ্ছলতার কারণে আমাদের মোটরসাইকেল না থাকায় এবং মেয়েদের পেছনে সাধ্যমতো অর্থ ব্যয় করতে সমর্থ না হওয়ায়, স্নাতক শেষের পথেও আজ আমরা প্রেম বঞ্চিত।’

তাদের দাবি, ‘প্রেম মৌল মানবিক চাহিদা। প্রেমের ক্ষেত্রে সবার অধিকার সমান হওয়া উচিত-এটা বোঝার জন্য সকল মেয়ের প্রতি আহ্বান জানান তারা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.