Sylhet Today 24 PRINT

শাহজালাল সিটি কলেজে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট |  ১২ জুন, ২০১৫

শাহজালাল সিটি কলেজে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) কলেজের অষ্টম তলায় উদ্ধোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এনামূল হক সরদার।
এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ট অর্জন। বহু ত্যাগের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। বিশ্বে মাথা তুলে দাড়াতে পারছি- এর পেছনে যাদের অবদান তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। লেখা পড়ারে পাশাপাশি দেশ জাতি সম্পর্কে জানতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের অগ্রযাত্রায় সম্পৃক্ত করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, উপাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রভাষক অহী আলম রেজা, আবুল হাসান চৌধুরী জাকের, জেমিমা রহমান লাভলী, পৃত্বিরাজ রায়, শহিদুল ইসলাম, ইমরানা সুলতানা, নেকী আক্তার জাহান প্রমুখ। মুক্তিযুদ্ধ কর্ণারে স্বাধীকার থেকে স্বাধীনতা পর্যন্ত নানা বীরত্বের কথা ও দুর্লভ ছবি স্থান পেয়েছে।

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, ভারত স্বাধীনতা আইন, বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ রদ, ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, লাহোর প্রস্তাব, দ্বিজাতি তত্বের ভিত্তিতে দেশভাগ, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয়দফা, গণঅভ্যুথ্যান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ১৯৭১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ’র ভাষন থেকে মুক্তিযুদ্ধের প্রস্তুুিত, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিব নগর সরকার গঠন, দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ, পাকবাহিনির আত্বসমর্পন ও বাঙালি জাতির চুড়ান্ত বিজয় মুক্তিযুদ্ধ কর্ণারে স্থান পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.