Sylhet Today 24 PRINT

শাবি শিক্ষক সমিতি নির্বাচনে তিনটি প্যানেল ঘোষণা

শিক্ষক সমিতির নির্বাচনে এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের মাঝে ঐক্যের সেতু গড়ে উঠেনি।

নিউজ ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৫

শিক্ষক সমিতির নির্বাচনে এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের মাঝে ঐক্যের সেতু গড়ে উঠেনি। দীর্ঘ দেড় যুগে বেশি সময় ধরে ঐক্যবদ্ধ থাকা আওয়ামী-বামপন্থি শিক্ষকরা গত ছয় বছর ধরে আলাদাভাবে বিভক্ত হয়ে সিন্ডিকেট ও শিক্ষক সমিতি নির্বাচনে অংশ নিচ্ছেন। 

আগামী ২১ জানয়ারী শিক্ষক সমিতির নির্বাচনকে সামনে রেখে শিক্ষকদের বিভক্তি আরো চরম আকার ধারন করেছে। নির্বাচনে আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের মাঝে বিভক্তির থাকলেও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে অংশগ্রহন করে প্রতিবারই ভরাডুবি হয়। 

এদিকে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় প্রতিবারের জয়ী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদে অভ্যন্তরীন কোন্দল দেখা দেওয়ায় নিজেদের অস্থিত্ব টিকিেিয় রাখতে অন্য দুই গ্র“প বিকল্প ছকে এগুচ্ছেন বলে জানা গেছে। 

জানা যায়, ২০১০ সালে সাবেক ভিসি শাবি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন নিজের অবস্থানকে ধরে রাখতে ভিসিপন্থি আওয়ামী-বামপন্থি শিক্ষকদের দিয়ে মুলধারার আওয়ামী শিক্ষকদের মাঝে বিভক্তি সৃষ্টির অভিযোগ রয়েছে। 

ভাঙ্গনের পাঁচ বছর পেরিয়ে গেলেও তাদের মাঝে ঐক্যের সেতু গড়ে উঠেনি। প্রতিবারই বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে অংশগ্রহন করে ভরাডুবি হয়। সম্প্রতি ছাত্রলীগের সংঘর্ষের জেরে প্রক্টরিয়াল বডিতে ভাঙ্গন, প্রতিবারের জয়ী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের গ্র“প থেকে কার্যকরী সদস্যের পদত্যাগ এবং তাদের অভ্যন্তরীন কোন্দলের সুযোগটি কাজে লাগাতে এবার ভিন্ন ছকে এগুচ্ছে শিক্ষকদের অন্য দুই গ্র“প। তবে নির্বাচনে অংশ নেওয়া তিনটি প্যানেলই ফলাফল নিয়ে পূর্ন প্যানেলে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

মহান মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবীর হোসেন, সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক আনোয়ার ইসলাম দিপু, সাধারন সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল গনি, যুগ্ম-সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োজলি (বিএমবি) বিভাগের প্রধান ড. শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, এছাড়া সদস্য পদে সমাজবিজ্ঞান বিভাগের ড এইচ এম বেলায়েত হোসেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) সহকারি অধ্যাপক মো. মহিবুল আলম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, নৃবিজ্ঞান বিভাগরে সহকারী অধ্যাপক মনিপাল এবং বিএমবি বিভাগের ড. আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দিতা করবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক প্যানেল থেকে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সহ-সভাপতি পদে পলিটিক্যাকেল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড.এস.এম হাসান জাকিরুল ইসলাম, সাধারন সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. জহির উদ্দিন, যুগ্ম-সম্পাদক পদে ওমর ফারুক, কোষাধ্যক্ষ পদে ইন্ডাস্ট্রিয়াল এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মহসিন আজিজ খান। এবং সদস্য পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহেদুল হোসেন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম (রাজন), ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং রেজাউল হাসান সুমন, গণিত বিভাগের হিমাদ্রী শেখর চক্রবর্তি, পলিটিক্যাকেল স্টাডিজ বিভাগের মো. শাকিল ভূইয়া এবং ফরেষ্ট্রি এন্ড এনভায়রমেন্টাল সায়েন্স বিভাগের সৌরভ দাশ প্রতিদ্বন্দিতা করবে।

বাংলাদেশ জাতীয়বাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি-জামায়াত শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি পদে গণিত বিভাগেরে অধ্যাপক সাজেদুল করীম, সহ-সভাপতি পদে সমাজ কর্ম বিভাগের অধ্যাপক ড. মো: ফয়সল আহম্মদ, সাধারন সম্পাদক পদে ফোড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন, যুগ্ম-সম্পাদক পদে রসায়ন বিভাগের ড. মো. সেলিম, কোষাধ্যক্ষ পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. তাজউদ্দিন। 

এছাড়া সদস্য পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) অধ্যাপক সালমা আক্তার, বিএমবি বিভাগের ড. আব্দল্লাহ আল মামুন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইইঞ্জনিয়ারিং বিভাগের আশরাফ হোসেন, সহকারী অধ্যাপক মনজুরুল হায়দার এবং বাংলা বিভাগের ড মো. রেজাউল ইসলাম। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.