Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ২ দিনের কর্মসূচি পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনের কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

১৫ মার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর শনিবার (১৭ মার্চ) শিশু দিবসে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।

সভায় অধ্যাপক শিব প্রসাদ সেন বলেন, ‘বাঙালি জাতির মধ্যে স্বপ্নের জাগরণ ঘটিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই স্বপ্ন ছিল পরাধীনতা ও শোষণের শৃঙ্খল থেকে মুক্তির স্বপ্ন। বঙ্গবন্ধু নানাভাবে নির্যাতন সহ্য করেছেন, কিন্তু স্বপ্ন থেকে পিছপা হননি। তিনি গোটা দেশের মানুষের মধ্যে সেই স্বপ্নের জাগরণ ঘটাতে পেরেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীনতার স্বাদ অর্জন করতে পেরেছে।’

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাদিয়া রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, সিএসই বিভাগের অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, বিভাগীয় প্রধান মো. ফুয়াদ আহমদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইইই বিভাগের প্রধান মিয়া মো. আসাদুজ্জামান, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী ও পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সৈয়দা খাদিজা বেগম প্রথম, রেজওয়ানা সামি দ্বিতীয়, জয়ন্ত লাল দাস তৃতীয়, মালিহা আক্তার চতুর্থ এবং লিটন কর্মকার ও রামিসা আক্তার যৌথভাবে পঞ্চম হন। তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.