Sylhet Today 24 PRINT

এমসি কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এমসি কলেজ প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০১৮

কলেজ শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উদযাপন করলো ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ পরিবার।

সোমবার (২৬ মার্চ) সকাল ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। এসময় কলেজ শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্রলীগ এমসি ইউনিট ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ কলেজের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

কলেজ অডিটোরিয়ামে প্রফেসর শামীমা আখতার চৌধুরী ও সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের যৌথ সঞ্চালনা ও কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে 'স্বাধীনতার ৪৭ বছর শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অগ্রযাত্রা' শিরোনামে আলোচনা অংশ নেন শিক্ষকবৃন্দ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাঁদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ ও রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় সাহিত্য-সাংস্কৃতিক সপ্তাহ ও বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.