Sylhet Today 24 PRINT

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৮

নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো মহান স্বাধীনতা দিবস ২০১৮।

সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, সকাল আটটায় জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে ভিসি মহোদয়ের বানী প্রচার হয়। এরপরই জাতীয় দিবস ২০১৮ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সিকৃবির শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি আরো ফুলের শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, সাদা দল, গণতান্ত্রিক অফিসার পরিষদ, অনুষদ ছাত্রসমিতিসহ বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ভিসি।

এরপর বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রীতি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের শান্তি কামনা করে দোয়া করা হয়েছে বলে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.