Sylhet Today 24 PRINT

শাবিতে ‘শহিদ রুমি স্মারক প্ল্যানচেট বিতর্ক’ অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেট (সাস্ট-এসডি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে "শহিদ রুমি স্মারক প্ল্যানচেট বিতর্ক ২০১৮"।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রধান মোডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর তৈমুর, সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী প্রমুখ।

"যা করেছি বেশ করেছি" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্ল্যানচেট বিতর্কটি অনুষ্ঠিত হয়। এতে মেজর খালেদ মোশাররফ, জাহানারা ইমাম, মহাত্মা গান্ধী, কাজী নজরুল ইসলাম, নিবরাস ইসলাম এবং গোলাম আযম এর আত্মার চরিত্র উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, 'তবুও উড়বে ফিনিক্স, যুক্তির দ্রোহী আকাশে' এই স্লোগানকে সামনে নিয়ে ২০১৫ সালে ২৯ মার্চ প্ল্যানচেট বিতর্কের মাধ্যমে যাত্রা শুরু করে সাস্ট-এসডি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.