Sylhet Today 24 PRINT

সিকৃবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৮

সকল কোটা বাতিল ঘোষণার পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) নামের একটি সংগঠন।

শুক্রবার (১৩ এপ্রিল) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আমুসের সভাপতি ডা. শুভাশীষ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আবুল বাশার জুয়েলের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কৃষি চত্বরে কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা, দেশকে অস্থিতিশীল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের বাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ সভার আয়োজন করে তারা। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ডা. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, সংগঠনের উপদেষ্টা ডা. বাসুদেব পাল, মো. মাকছুদার রহমান, নাজমুন নাহার শারমিন, মো. আতাউর রহমান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা যদি যথাযথভাবে সম্মানিত হন তবে সেই জাতিও সম্মানিত হয়। দেশে এখন আবারো সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বক্তারা ভিসির বাসায় হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সংগঠনের উপদেষ্টা ডা. বাসুদেব পাল, মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক এসএম কাওসার আলী চৌধুরী, অর্থ সম্পাদক সুব্রত দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.