Sylhet Today 24 PRINT

শাবিতে আন্তর্জাতিক ডিএনএ দিবস পালিত

শাবি প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক ডিএনএ দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিক্যুলার বায়োলজি (বিএমবি) ডিবেটিং এন্ড ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে এ দিবসটি পালিত হয়।

বুধবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে দিবসটি উপলক্ষে একাডেমিক ভবন ‘এ’ এর সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিক্যুলার বায়োলজি (বিএমবি) বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. বদিয়ার রহমান, শাবির বিএমবি বিভাগের প্রধান ড. শামীম আহমেদ, সহকারী অধ্যাপক ড. শেখ মির্জা নুরুন্নবীসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সমাবেশে ড. শামীম বলেন, আমাদের জাতীয় দিবসের পাশাপাশি এই ধরণের দিবস পালন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে দিবসগুলো নিয়মিতভাবে পালন করার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.