Sylhet Today 24 PRINT

শাবিতে ২য় দিনের মতো উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো উপাচার্যের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮ টায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা উপাচার্য কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ফটকের সামনেই অবস্থান নেন। তবে সকাল সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া ক্যাম্পাসে আসেন নি।

উপাচার্য ক্যাম্পাসে আসলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে। কাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া উপাচার্য অনুসারী শিক্ষকবৃন্দ ও ছাত্রলীগ ক্যাম্পাসে রয়েছে। সোমবারই তারা উপাচার্যের পক্ষাবলম্বন করে আন্দোলকারী শিক্ষকরা 'অস্থিরতা সৃষ্টি' করছেন বলে অভিযোগ করেছিলেন।

এদিকে, আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন উপাচার্য পদত্যাগ বা অপসারিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.