Sylhet Today 24 PRINT

এমসি কলেজ মোহনার একযুগে পদার্পণ ও নতুন কমিটির অভিষেক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৮

'উচ্ছ্বাসময় প্রাণচঞ্চলতার সঞ্জীবনী গানে, মোরা মুখরিত দিনের প্রভাত সূর্য'
স্লোগানকে সামনে রেখে শত বছরের  ঐহিত্যবাহী মুরারিচাঁদ কলেজের সংস্কৃতির ধারক ও বাহক মোহনা সাংস্কৃতিক সংগঠনের দ্বাদশ কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল ৪টায় সিলেটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান মালার সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক দেবশ্রী দেব শর্মী।

মোহনার সাবেক সভাপতি খালেদ মাসুদ, সাধারণ সম্পাদক টিপু শিকদার ও সহ সাধারণ সম্পাদক জান্নাতুল ফৌরদৌস মৌসুমীর সঞ্চালনায় এবং মোহনার নবীনতম সভাপতি মো. আজাদ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কৃতি চর্চার মাধ্যমে তারুণ্যের উজ্জ্বলতা প্রাণবন্ত করে তুলতে কাজ করে চলছে মোহনা।

বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মু. সালেহ আহমদ বলেন, সুস্থ সংস্কৃতির মাধ্যমেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব এবং তিনি মোহনা’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এতে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোতিউর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনার উপদেষ্টা সুনীল ইন্দু অধিকারী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনার উপদেষ্টা শাহনাজ বেগম।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস ও সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

মোহনার সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, খালেদ মাসুদ, দোলন আহমদ, ওলিউর রহমান সামি, সামসুদ্দিন সামস, মু. এনাম উদ্দিন, অনবদ্য সদস্য তমালিকা তালুকদার, অনবদ্য সদস্য মুন্না রানী দেব, আব্দুল আলীম জুয়েল, পারভীন আক্তার।

মুরারিচাঁদ কলেজের অন্যান্য সংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলো মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ, রোভার স্কাউট, ফটোগ্রাফিক সোসাইটির সদস্যবৃন্দ।

নবগঠিত কমিটিতে যারা স্থান পেয়েছেন, সভাপতি মো. আজাদ মিয়া, সহ সভাপতি দিলোয়ার হোসেন, মেহেদি হাসান সুজন, সাধারণ সম্পাদক টিপু শিকদার, সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মৌসুমি, সৌরভ পাল, সাংগঠনিক সম্পাদক দেবশ্রী দেব শর্মী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ খায়রুল হাশর শাহীন, ডেইজী দাস জুঁই, সাংস্কৃতিক সম্পাদক অয়ন পাল অপু, সহ সাংস্কৃতিক সম্পাদক মল্লিকা দেবী মিলি, পরমা রানী মিতু, অর্থ সম্পাদক অরণী জাহান আবিরা, সহ-অর্থ সম্পাদক জয়শ্রী দাস জয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক রাজীব চন্দ্র বৈষ্ণব, প্রচার সম্পাদক এম এইচ বি শাহরিয়ার, সহ-প্রচার সম্পাদক রাফসান রহমান, সাহিত্য সম্পাদক ইমরান ইমন, সহ-সাহিত্য সম্পাদক মাশরুরা জামান দিনা, মহিলা বিষয়ক সম্পাদক পল্লবী দাস মৌ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুষমা সিংহ।

কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য শুভাশীষ চক্রবর্তী, আমির হামজা, আহনাফ আহমেদ আবির, মামুনুর রশিদ মামুন, মিলাদ হোসেন, তামান্না আক্তার, এমদাদ আহমেদ তুষার, শরীফুল ইসলাম চৌধুরী, অমিত চন্দ্র নাথ, শহীদুল্লাহ কাওসার চৌঃ, আলমগীর হোসেন, মাহবুবা আক্তার।

কার্যকরী পরিষদের সাধারণ সদস্য শাহিন আলী, মু. আলতাফ হোসেন রেজা, তামব্বির হুদা চৌঃ সালমান, হিরামণি তালুকদার, আন্নামা চৌধুরী, কংকন আচার্য্য, আবুল মনসুর নয়ন, কৃত্তিকা রায় কৃষ্টি, ফাহিম আলম সৌমিক, আফরোজা মজুমদার জেনি, জাকারিয়া হোসেন ফাহিম, মু. রুম্মান আহমদ, দেবী চক্রবর্তী, সায়েম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.