Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিশেষ সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০১৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘মেথড অব ইনস্ট্রাকশন্স হাউ টু ইমপার্ট ইফেকটিভ লেসনস’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মে) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও টিচিং অ্যাসিস্ট্যান্টরা অংশগ্রহণ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি।

তিনি বলেন, ‘শিক্ষকের সম্মান অনেক উপরে। সেই সম্মান ধরে রাখতে হবে। কিভাবে একটি কার্যকর ক্লাস নেয়া যায়, সে সম্পর্কে শিক্ষকদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। ক্লাসে শিক্ষক ছাত্রদের বুঝবেন, ছাত্র শিক্ষককে বুঝবে। অন্যথায় উভয়ের মধ্যে একটি পর্দা দাঁড়িয়ে যাবে।’

মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন আরো বলেন, ‘ক্লাসে শিক্ষকদের মনোভাব হবে ইতিবাচক। প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে। প্রস্তুতি ছাড়া ক্লাসে যাওয়া মানে শিক্ষক হিসেবে নিজেকেই অপমান করা। যেসব শিক্ষক অপ্রস্তুত অবস্থায় ক্লাসে যান, তাদের প্রতি শিক্ষার্থীদের নেতিবাচক ধারণা কাজ করে। শিক্ষকদেরকে সময়ানুবর্তী ও আত্মবিশ্বাসী হতে হবে। ক্লাসে লেসন প্ল্যান থাকতে হবে। যেসব শিক্ষার্থী দুর্বল, তাদেরকে কাউন্সেলিং করতে হবে।’

মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীরের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক মো. জহিরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, সিএসই বিভাগের অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, সহকারি প্রক্টর এডভোকেট মো. আব্বাছ উদ্দিন, এনআরবিসি ব্যাংক সিলেট শাখার ম্যানেজার ইবনে আলী মো. নাজমুল কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.