Sylhet Today 24 PRINT

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বাজেট বাস্তবায়নে অপচয় কমানোর আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০১৮

বাংলাদেশে জাতীয় বাজেটের আকার প্রতিবছর বাড়ছে, কিন্তু আদায়কৃত রাজস্ব ব্যয়ে সরকারকে আরো দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাঁদের মতে, খেলাপি প্রতিষ্ঠানগুলোকে বছরের পর বছর ভর্তুকি দিতে গিয়ে অর্জিত রাজস্বের যেমন অপচয় ঘটছে। তেমনি খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোতেও অর্থের অপচয় ঘটছে বলে মনে করেন তাঁরা।

বুধবার  (১৬ মে) বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স ক্লাব আয়োজিত এক সেমিনারে সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং মেট্রোপলিটন চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর এসব কথা বলেন।

সরকার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে প্রবেশ করতে হলে বাজেটে বেশীরভাগ মানুষকে আয়করের আওতায় নিয়ে আসা এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্ব দেবার কথাও বলেন তাঁরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম সহ অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.