Sylhet Today 24 PRINT

সুফিয়া কামাল হলের ছাত্রীদের ঢাবি প্রশাসনের শো’কজ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০১৮

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে গত ১০ এপ্রিল রাতের ঘটনার বিষয়ে ছাত্রীদের কারণ দর্শানোর (শো’কজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে হল প্রশাসন কর্তৃপক্ষও একই ধরনের নোটিশ দিয়েছিল ছাত্রীদের।

নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির দুই সপ্তাহের মধ্যে উত্তর না দিলে একতরফাভাবে কর্তৃপক্ষ শাস্তির ব্যবস্থা নেবে।

এছাড়া নোটিশটিতে পরিকল্পিতভাবে ‘মিথ্যা, অসত্য ও গুজব ছড়ানোর অভিযোগ’ এনে ব্যাখ্যা চাওয়া হয়েছে ছাত্রীদের কাছে। ‘বিভ্রান্তিকর তথ্য পরিবেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, পরিকল্পিতভাবে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে মারধর করানোর অভিযোগের’ ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘এ রকম নোটিশ দেয়া হয়েছে। তাদের বক্তব্য জানার জন্য দেয়া হয়েছে। এতে হয়রানি করা হবে না।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাতে সুফিয়া কামাল হলে এশার হাতে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রীদের নির্যাতনের অভিযোগ ওঠে। এসময়  মোর্শেদা খানম নামে এক ছাত্রীর রগ কেটে দেয়ার অভিযোগও ছড়িয়ে পড়ে। পরে রগ কাটার অভিযোগ ভুল প্রমাণ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.