Sylhet Today 24 PRINT

শাবি উপাচার্যের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন আন্দোলনকারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়র দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়ছেন তাঁর পদত্যাগের দাবিতো আন্দোলনরত শিক্ষকরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে আজকের অবস্থান কর্মসূচী চলাকালে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের কথা জানানো হয়।

এদিকে আজ সকাল ৯টা থেকে উপাচার্যের কার্য্যালয়ের সামনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে অবস্থান নেন শিক্ষকরা। এ নিয়ে উপাচার্য অপসারন দাবীর অন্দোলন গড়ালো চতুর্থ দিনে।

এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আজ উপাচার্যের দুর্নীতির তথ্যাবলী নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও জানান অন্দোলনরত শিক্ষকরা।

আজকেই শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্দালনকারী শিক্ষকদের নেতা ও শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আবদুল গনি।
এর আগে; শিক্ষকদের আন্দোলনের মুখে দু’মাস ছুটি কাটিয়ে ২২ জুন বিশ্ববিদ্যালয়ে এসে কর্মস্থলে যোগ দেন উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া। এদিন থেকে শুরু হয় শিক্ষকদের লাগাতার আন্দোলন কর্মসূচী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.