Sylhet Today 24 PRINT

শাবি প্রক্টর হিমাদ্রি শেখর রায়কে অব্যাহতি দেয়া হচ্ছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়কে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজ ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়কে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষকদের সাথে মিলিত সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া এ সিদ্ধান্তে মত দিয়েছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।

সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র শিক্ষক জানান, আগামী রবিবার প্রক্টরকে অব্যাহতির অফিস আদেশ দিয়ে নতুন কাউকে ভারপ্রাপ্ত প্রক্টরের দ্বায়িত্ব দেওয়া হবে।

২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন শেষে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের পরামর্শ এবং সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং পরিবহন প্রশাসকের দায়িত্ব দেওয়া হবে।

উল্লেখ্য যে- গত বছরের ২৩ নভেম্বর অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়ের মেয়াদ শেষ হওয়ার পর তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.